News & Event Details

By BFLLFEA
Last Modified : February 27, 2022

মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী

item-thumbnail

Overivew

“ট্যানারীর বর্জ্য প্রাক পরিশোধন বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী বিগত 22-23শে ফেব্রুয়ারী, 2022 ভুলুয়া ট্যানারী লিঃ, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে বিভিন্ন ট্যানারীর লেদার টেকনোজিস্ট, সুপারভাইজার এবং ড্রাম ম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফজাল হোসাইন, লেদার টেকনোলজিস্ট এবং জনাব মোঃ আনিসুর রহমান, সহকারী নির্বাহী কর্মকর্তা, এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়।

Recent News & Events