বেসিক (ESQ) ট্রেনিং প্রোগ্রাম কিড লেদার লিঃ, চামড়া শিল্প নগরী, সাভার, ঢাকা’য় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাবৃন্দ, ইসি4জে এর ম্যানেজার জনাব মোঃ নাজমুল
করিম তালুকদার, সহকারী ম্যানেজার জনাব তাহমিদ নেওয়াজ চৌধুরী, এলএসবিপিসি-এর সহকারী
নির্বাহী কর্মকর্তা জনাব লিটন চন্দ্র রায়, করিম লেদারের কর্মকর্তাবৃন্দ রিসোর্স পারসন
হিসেবে বিষয় বিশেষজ্ঞ কর্মকর্তা উপস্থিত ছিলেন।