News & Event Details

By BFLLFEA
Last Modified : January 31, 2023

ওয়ার্কশপ প্রোগ্রাম

item-thumbnail

Overivew

লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর যৌথ উদ্যোগে “সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক ওয়ার্কশপ" 23.01.2023 তারিখ খুলনা'য় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এস এ এফ ইন্ডাঃ লিঃ-এর কারখানা ব্যবস্থাপক, জনাব মোঃ আলী হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীন। এ ছাড়াও এস এ এফ ইন্ডাঃ লিঃ-এর কম্লায়েন্স অফিসার জনাব মোঃ জহেব মাসুদ রনি, বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাগণ এবং স্থানীয় চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লেকচারার জনাব মোঃ রায়হান সরকার।

Recent News & Events