News & Event Details

By BFLLFEA
Last Modified : February 12, 2023

ব্যবসা সম্প্রসারণ বিষয়ে মত বিনিময় সভা

item-thumbnail

Overivew

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও লেদার বায়িং এজেন্টস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর যৌথ মতবিনিময় সভা 11.02.2023 তারিখ রোজ-শনিবার বিএফএলএলএফইএ-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রেজারারসহ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং লেদার বায়িং এজেন্টস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর সম্মানিত সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।