News & Event Details

By BFLLFEA
Last Modified : February 18, 2023

ওয়ার্কশপ প্রোগ্রাম

item-thumbnail

Overivew

লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর যৌথ উদ্যোগে “সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক ওয়ার্কশপ" 16.02.2023 তারিখ নড়িয়া, শরীয়তপুর এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মজিবুর রহমান মজু, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএএফএলএলএফইএ ও প্রোপ্রাইটর, সোনালী হাইডস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল ওহাব ব্যাপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান, নড়িয়া ও সদস্য, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, চেয়ারম্যান ভোমখাড়া ইউনিয়ন।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সহকারী অধ্যাপক জনাব নূর মোহাম্মদ।