ওয়ার্কশপ প্রোগ্রাম
Overivew
“ট্যানারী শিল্পের অনুসরণীয় আইন, বিধিমালা ও নির্দেশনা সমূহ প্রতিপালন” শীর্ষক ওয়ার্কশপ (
25.02.2023 তারিখ, রোজ-শনিবার, সকাল-১০.০০ ঘটিকায় বিএফএলএলএফইএ ভবন হল রুম
(তয় তলা), চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা’য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএফএলএলএফইএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব নূর মোহাম্মদ।
উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে বিভিন্ন ট্যানারীর জেনারেল ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র টেকনোলজিস্ট, কম্পায়েন্স অফিসার সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।