News & Event Details

By BFLLFEA
Last Modified : February 28, 2023

ন্যাশনাল প্ল্যান অব এ্যাকশন বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা

item-thumbnail

Overivew

বিএফএলএলএফইএ, বিএলএফ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে 27.02.2023 তারিখ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ “ট্যানারী শিল্পের কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালকগণের চামড়া শিল্পের সোস্যাল কমপ্লায়েন্স অর্জনের লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত ন্যাশনাল প্ল্যান অব এ্যাকশন বাস্তবায়ন” শীর্ষক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব), মহাপরির্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্প নগরী, সাভার, ঢাকা, জুলিয়া জেসমিন, যুগ্ম মহা পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব মোঃ দিলজাহান ভুঁইয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএফএলএলএফইএ, জনাব মোস্তাক আহমেদ, উপ-সচিব, শিল্প মন্ত্রণালয় ও ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ট্যানারী ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট ওয়েষ্টেজ ট্রিমন্টে প্লান্ট কোং লিঃ, ড. মোঃ আবদুল কাদের, উপ-সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও জেড এম কামরুল আনাম, মহা-সচিব, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এ কে এম সালাউদ্দিন, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়াও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, ট্যানারী শিল্পের মালিকবৃন্দ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন-এর কর্মকর্তাবৃন্দ, বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাবৃন্দ এবং এশিয়া ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।