Dialog Meeting
Overivew
দ্যা এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে 01.03.2023 তারিখ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ “Investment in Compliance for LWG certification: a cost benefits analysis for tannery industries in Bangladesh” শীর্ষক ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশন এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, বিটিএ-এর চেয়ারম্যান, ঢাকা ট্যানারী ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট ওয়েষ্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোং লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প মন্ত্রণালয়-এর উপ-সচিব জনাব মোস্তাক আহমেদ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন-এর কর্মকর্তাবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ট্যানারীর সম্মানিত মালিকবৃন্দ, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর কর্মকর্তাবৃন্দ এবং সিপিডি-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।