ওয়ার্কশপ প্রোগ্রাম
Overivew
লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর যৌথ উদ্যোগে “সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক ওয়ার্কশপ" 12.03.2023 তারিখ বরগুনা'য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মজিবুর রহমান মজু, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএএফএলএলএফইএ ও প্রোপ্রাইটর, সোনালী হাইডস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বশির উদ্দিন, বিশিষ্ট চামড়া ব্যবসায়ী, বরগুনা ও জনাব মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট চামড়া ব্যবসায়ী, বরগুনা। এছাড়াও বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার জনাব মোঃ রায়হান সরকার।
উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং চামড়া ব্যবসার সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।