ওয়ার্কশপ প্রোগ্রাম
Overivew
লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর যৌথ উদ্যোগে “সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক ওয়ার্কশপ" 18.03.2023 তারিখ পলাশবাড়ী-তে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, লেদার ইঞ্জিনিয়ার, অডিটর আইএসও-14001, অডিটর আইএসও-45001, লিন সিক্স সিগমা (গ্রীন বেল্ট), প্রফেশনাল ট্রেইনার।
উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং চামড়া ব্যবসার সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।