লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর যৌথ উদ্যোগে “ট্যানারীর পরিবেশগত ছাড়পত্র নবায়নে প্রযোজ্য শর্তাবলী" শীর্ষক ওয়ার্কশপ 22.03.2023 তারিখ ধানমন্ডি ক্লাব লিঃ, ধানমন্ডি, ঢাকা’য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ নাজমুল আহসান, পরিচালক, ঢাকা অঞ্চল, পরিবেশ অধিদপ্তর, জনাব মোস্তাক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ডিটিআইইডিব্লিউটিপিসিএল ও উপ-সচিব, শিল্প মন্ত্রণালয়, জনাব মোঃ দিলজাহান ভূঁইয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএফএলএলএফইএ, জনাব এম এ আউয়াল, ভাইস চেয়ারম্যান, বিএফএলএলএফইএ এবং জনাব মোঃ টিপু সুলতান, উপদেষ্টা, বিএফএলএলএফইএ।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়-এর নির্বাহী কর্মকর্তা জনাবা ইসরাত জাহান, সহকারী নির্বাহী কর্মকর্তা জনাব লিটন চন্দ্র রায়, বিএফএলএলএফইএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, সাধারন সদস্যবৃন্দ, বিএফএলএলএফইএ-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।