News & Event Details

By BFLLFEA
Last Modified : April 17, 2023

ইফতার ও দোয়া মাহফিল

item-thumbnail

Overivew

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ)-এর উদ্যোগে 10.04.2023 তারিখ রোজ-সোমবার সীমান্ত সম্ভার, ব্যাঙ্কেট হল-এ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এছাড়াও বিএফএলএলএফইএ-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ দিলজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়ালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, বিএফএলএলএফইএ-এর সকল সদস্যবৃন্দ, লেদার সেক্টরের সকল সংগঠনসমূহ, আইলেট-ঢাকা বিশ্ববিদ্যালয়, ইজোন-বানিজ্য মন্ত্রণালয়-এর প্রতিনিধি, এশিয়া ফাউন্ডেশন-এর কর্মকর্তাবৃন্দ এবং বিএফএলএলএফইএ-এর সিইওসহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।