ওয়ার্কশপ প্রোগ্রাম
Overivew
“ট্যানারী শিল্পের অনুসরণীয় আইন, বিধিমালা ও নির্দেশনা সমূহ প্রতিপালন” শীর্ষক ওয়ার্কশপ (10) 23.05.2023 তারিখ, রোজ-মঙ্গলবার, সকাল-১০.০০ ঘটিকায় বিএফএলএলএফইএ অফিস-এ (বাড়ী-32/এ, ফ্ল্যাট-বি-2, রোড-2, ধানমন্ডি, ঢাকা) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্তি সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, চেয়ারম্যান, বিএফএলএলএফইএ। এছাড়া বিএফএলএলএফইএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, বিজনেস প্রমোশন কাউন্সিল-এর কর্মকর্তাবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে বিভিন্ন ট্যানারীর জেনারেল ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র টেকনোলজিস্ট, কম্প্লায়েন্স অফিসারসহ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।