News & Event Details

By BFLLFEA
Last Modified : June 5, 2023

শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রীর সফর

item-thumbnail

Overivew

বাংলাদেশের সাথে ইরাকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইরাকের মাননীয় শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বিগত 31শে মে, 2023 তারিখ বাংলাদেশ সফর করেন। সফরকালে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিসিক-এর কর্মকর্তাবৃন্দ, টিআইইডব্লিউটিপিসিএল-এর কর্মকর্তাবৃন্দ, বিএফএলএলএফইএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এসোসিয়েশন-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইরাকের মাননীয় শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী এপেক্স ট্যানারী লিঃ, হেমায়েতপুর, সাভার, ঢাকা পরিদর্শন করেন। এ সময় এপেক্স ট্যানারী লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাবৃন্দ এবং বিএফএলএলএফইএ-এর ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়ালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, এসোসিয়েশন-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।