ওয়ার্কশপ প্রোগ্রাম
Overivew
“চামড়ার পাদুকা এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকরণে গুণগতমান নিয়ন্ত্রণ" শীর্ষক ওয়ার্কশপ 10.06.2023 তারিখ, রোজ-শনিবার, সকাল-১০.০০ ঘটিকায় লাইফ্ এন্ড রেইস বাংলাদেশ, প্লট নং-08, রোড-01, রয়েল গার্ডেন, বিসিক চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা’য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএফএলএলএফইএ-এর সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার জনাব মোঃ রায়হান সরকার।
উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে বিভিন্ন লেদারগুডস এন্ড ফুটওয়্যার ফ্যাক্টরীর কোয়ালিটি সুপারভাইজার, কোয়ালিটি ইনচার্জ, প্রোডাক্শন ম্যানেজার, ফ্যাক্টরী ম্যানেজারসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।