News & Event Details

By BFLLFEA
Last Modified : July 26, 2023

মতবিনিময় সভা।

item-thumbnail

Overivew

ইউরোপিয়ন ইউনিয়ন ও বিএফএলএলএফইএ-এর যৌথ উদ্যোগে "দুঃস্থ ও বেকার সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি" বিগত ২২.০৭.২০২৩ তারিখে বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ দিলজাহান ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এফ এল এল এল ই এ এর ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়াল, জনাব ফেরি ফিলিপসন, একরসি প্রজেক্ট ডাইরেক্টর, টেসার, জনাব সাকিউন নাহার বেগম-এনডিসি, সিনিয়র পলিসি এডভাইজার, টেসার ও অতিরিক্ত সচিব (অব:), জনাব মোঃ আলমগীর হোসাইন, সহকারী পরিচালক, শ্রম অধিদপ্তর, শ্রম ও এমপ্লয়মেন্ট মন্ত্রণালয়, জনাব ইশরাত শবনম, প্রজেক্ট ম্যানেজার, ইউরোপিয়ন ইউনিয়ন ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, সিইও, বিএফএলএলএফইএ।

এছাড়াও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউরোপিয়ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ, এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারীর ব্যবস্থাপনা পরিচালক, প্রোপ্রাইটর ও পরিচালকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে টেকনিকাল অধিবেশন উপস্থাপন করেন ইউরোপিয়ন ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তা।