News & Event Details

By BFLLFEA
Last Modified : August 14, 2023

ট্রেনিং প্রোগ্রাম

item-thumbnail

Overivew

OSHE ফাউন্ডেশন ও বিএফএলএলএফইএ-এর যৌথ উদ্যোগে "Social protection and employment injury scheme" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি 12.08.2023 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওশি ফাউন্ডেশন এর পরিচালক (এডমিন) জনাব আলম হোসাইনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসনস হিসাবে উপস্থিত ছিলেন ওসি ফাউন্ডেশন এর পরিচালকসহ ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন লেদারগুডস এন্ড ফুটওয়্যার ফ্যাক্টরির সুপারভাইজারসহ শ্রমিকবৃন্দ।