News & Event Details

By BFLLFEA
Last Modified : August 27, 2023

প্রশিক্ষণ কর্মসূচী

item-thumbnail

Overivew

এশিয়া ফাউন্ডেশন ও বিএফএলএলএফইএ-এর যৌথ উদ্যোগে "LWG auditor Vishwanathan Visit and training program on audit protocol" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি 22.08.2023 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ দিলজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়াল, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মজিবুর রহমান মজু ও কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ট্যানারের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাহেরুল ইসলাম, কো-অর্ডিনেটর, এলডিএফ এবং প্রোগ্রাম ম্যানেজার এশিয়া ফাউন্ডেশন, জনাব মোঃ সাজ্জাদ হোসেন খান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, এশিয়া ফাউন্ডেশন, এছাড়াও এশিয়া ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন এলডব্লিউজি এর অডিটর জনাব বিশ্বনাথন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির মালিকবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়ার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।