News & Event Details

By BFLLFEA
Last Modified : September 21, 2023

Training Program

item-thumbnail

Overivew

Good Working Conditions in Tanneries (GOTAN) GIZ ও বিএফএলএলএফইএ-এর যৌথ উদ্যোগে "Introductory Training on First Aid for the Employees of Tanneries" প্রশিক্ষণ কর্মসূচি 20.09.2023 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BFLLFEA এর নেতৃবৃন্দসহ GIZ, GOTAN Project এর কর্মকর্তাবৃন্দ ও BFLLFEA এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিসোর্স পারসন্স হিসাবে উপস্থিত ছিলেন Bangladesh Red Crescent Society এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সুপারভাইজারগণ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও প্রত্যেক ট্যানারীকে First Aid Box, এপ্রোণ, কিড ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়।