বার্ষিক সাধারণ সভা (এজিএম)
Overivew
বাংলাদেশ ফিনিশড লেদার লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএল এলএফইএ) এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১.১০.২০২৩ তারিখ রোজ-শনিবার, সকাল ১১.০০ ঘটিকায় বিএফএলএলএফইএ ভবন , চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা'য় অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। লেদার সেক্টরসহ যে সকল ব্যক্তি পরলোক গমন করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন। সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ দিলজাহান ভূঁইয়া , ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়াল, ট্রেজারার জনাব মোঃ শাহজালাল মজুমদারসহ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। জনাব এম এ রশিদ ভূঁইয়াসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ট্যানারির মালিকবৃন্দ, লেদারগুডস ও ফুটওয়্যার প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ডিটিআইইডব্লিউটিপিসিএল এর সদ্য নিয়োগ প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, লেদার সেক্টরের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক , উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাবৃন্দ।
বিএফএলএলএফইএ-এর নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিনসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।