News & Event Details

By BFLLFEA
Last Modified : October 29, 2023

কর্মশালা

item-thumbnail

Overivew

বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও বিএফএলএলএফইএ-এর যৌথ উদ্যোগে "ন্যাশনাল প্লান অব আ্যকশন বাস্তবায়ন কৌশল নির্ধারণ" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি 26.10.2023 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BFLLFEA এর ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়াল, কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর ডেপুটি ডাইরেক্টর (প্রোগ্রাম) জনাব মাহমুদুল হাসান খানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিসোর্স পারসন্স হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির ম্যানেজার ও কমপ্লায়েন্স কর্মকর্তাবৃন্দ।