LWG সার্টিফিকেট
Overivew
"LWG সার্টিফিকেট অর্জনের কৃতিত্ব ও আনন্দ ভাগাভাগি" বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ ফিনিশড লেদার লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএল এলএফইএ) এর ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন LWG Gold অর্জনকারী বিএফএলএলএফইএ-এর অন্যতম সদস্য প্রতিষ্ঠান এস এ এফ ইন্ডা: লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আফিল উদ্দিন, LWG Silver অর্জনকারী সদস্য প্রতিষ্ঠান রীফ লেদার লিঃ এর পরিচালক জনাব মোঃ মুখলেছুর রহমান ও LWG Silver অর্জনকারী সদস্য প্রতিষ্ঠান এবিসি লেদার এর প্রোপ্রাইটর জনাব মোঃ জয়নাল আবেদীন মজুমদার।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন জনাব আঃ রহিম খান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
এছাড়াও ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব নূর মোহাম্মদ, এশিয়া ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ তাহেরুল ইসলাম তাহের, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর ডেপুটি ডাইরেক্টর জনাব মাহমুদুল হাসান খানসহ লেদার সেক্টরের বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএফএলএল এফইএ-এর সাধারণ সদস্যবৃন্দ ও বিএফএলএলএফইএ সিইও সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই এলডব্লিউজি সার্টিফিকেট অর্জনকারী সদস্য প্রতিষ্ঠানসমূহের কর্ণদারগণকে ফুলের শুভেচ্ছা প্রদান করা। এছাড়াও এসোসিয়েশনের পক্ষ হতে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।