ওয়ার্কশপ
Overivew
"প্রকৃতি ও জীবন" ফাউন্ডেশন ও বিএফএলএলএফইএ কর্তৃক আয়োজিত Building a Sustainable Leather Sector in Bangladesh "Strengthening Trending Dialogue and Advocacy on Environmental Compliance at Leather Sector" শীর্ষক ওয়ার্কশপ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্প নগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা'য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ দিলজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জনাব এম এ আউয়াল ও কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
ছাড়াও তেঁতুলঝরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফখরুল আলম সমর শীর্ষক ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।
রিসোর্স পারসন্স হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ খান।
এছাড়াও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর হেড অফ ইভেন্ট কর্মকর্তা জনাব শাহেদ আহমেদ খন্দকারসহ কর্মকর্তাবৃন্দ, গণস্বাস্থ্য সেন্টারের কর্মকর্তাবৃন্দ, এসোসিয়েশনের সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারীর মালিকবৃন্দ, সলিডার সুইচ এর কর্মকর্তাবৃন্দ, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন ট্যানারীর শ্রমিক প্রতিনিধি ও মসজিদের খতিব ।