News & Event Details

By BFLLFEA
Last Modified : February 1, 2024

ওয়ার্কশপ কর্মসূচী

item-thumbnail

Overivew

লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ)-এর যৌথ উদ্যোগে “LWG সার্টিফিকেট অর্জনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্যানারি সমূহের করণীয় ও এর ঘাটতি চিহ্নিতকরণ" শীর্ষক কর্মসূচি 23.০১.২০২৪ তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা'য় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিটিআইইডব্লিউটিপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম শাহনেওয়াজ, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহকারী নির্বাহী কর্মকর্তা জনাব লিটন চন্দ্র রায় ও এসোসিয়েশনের সিইও জনাব মোঃ জয়নাল আবেদীনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কনসালট্যান্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। জুনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, লেদার টেকনোলজিস্ট, এলএমএফ বায়োকিমিকা, ইটালি, লীড অডিটর, আইএসও ১৪০০১ (ইএমএস, লীড অডিটর, আইএসও ৪৫০০১ (ওএইচএসএমএস, গ্রীন বেল্ট, লিন সিক্স সিগমা, প্রফেশনাল ট্রেইনার।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারীর মালিক, ম্যানেজার, লেদার টেকনোলজিস্ট ও কমপ্লায়েন্স অফিসারবৃন্দ।