News & Event Details

By BFLLFEA
Last Modified : March 2, 2024

ওয়ার্কশপ কর্মসূচী

item-thumbnail

Overivew

ওশি ফাউন্ডেশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ)-এর যৌথ উদ্যোগে “Advanced Level Workshop on labour and Environmental Compliance for the Tannery Sector” শীর্ষক কর্মসূচি 27-29 February, 2024 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা'য় অনুষ্ঠিত হয়।
ওশি ফাউন্ডেশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ)-এর যৌথ উদ্যোগে “Advanced Level Workshop on labour and Environmental Compliance for the Tannery Sector” শীর্ষক কর্মসূচি 27-29 February, 2024 তারিখ বিএফএলএলএফইএ ভবন, চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, সাভার, ঢাকা'য় অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জনাব মোঃ জয়নাল আবেদীন, সিইও, বিএফএলএলএফইএ, জনাব মোঃ আলম হোসাইন, পরিচালক, ওশি ফাউন্ডেশন, বিএফএলএলএফইএ-এর কর্মকর্তাবৃন্দ ও ওশি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনদিন অনুষ্ঠানে 1ম দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাহেরুল ইসলাম তাহের, প্রোগ্রাম ম্যানেজার, এশিয়া ফাউন্ডেশন। 2য় দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডিটিআইইডব্লিউটিপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম শাহনেওয়াজ ও 3য় দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান ভূইয়া, উপ-মহাপরির্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারীর ম্যানেজার, লেদার টেকনোলজিস্ট ও অফিসারবৃন্দ।

Recent News & Events